তুমি-আমি মিলেমিশে হলে একাকার
বেরসিক শীত তবেই মেনে নেবে হার।


দূর্বার ডগায় জমে থাকা শিশিরের কণা
দুজনার পায়ের পাতায় মারবে ফণা।
ভিজে যাবে আলতা-পা শিশিরের জলে
সূর্য মামা মুছাবে পা সব কাজ ফেলে।
রৌদ্রস্নানে স্নাত হবো প্রথম আলোয়
মরব ডুবে তোমার ওই চোখের কালোয়।
সকালের মিঠে রোদে বসে দুজনায়
হারাবো হাজারো হাজার উষ্ণ ভাবনায়।


দুজনেতে খাব চলো খেজুর পাটালি
তবেই তো জমবে ভারি মোদের মিতালি।
খেজুর রসের কতশত বাহারি পিঠা
খাব মিলে দুজনাতে— আহা কী মিঠা!
আঙিনায় করব চাষ বাহারি ফুল
ফুল হয়ে উঠবে ফুটে জীবনের ভুল।
নানা রঙের সুতোয় চলো সুয়েটার বুনি
বসন্তের দিনগুলো আসবে কবে গুণি।


এসো তবে মেতে উঠি শীতের প্রেমে
শীতকে বাঁধিয়ে রাখি জীবনের ফ্রেমে।