রঙের ঘুড়ি আকাশ জুড়ি উড়ছে কত
তোমার হাতেই আছে যত নাটাই সুতো!
দিয়েছ ছেড়ে বায়ুর তোড়ে উড়ছে ভালো
বোঝে না সে কোনটা আলো, কোনটা কালো।


সুতো যত দেবে ছেড়ে যাবে উড়ে দূর অজানায়,
ফিরে যে আসতে হবে জানা নাই, পথ জানা নাই।
ভবে মানুষ বড়ো বেহুঁশ, হুঁশ করে না,
নাটাই সুতোর মালিকেরে ধার ধারে না।


উড়ছে তারা বাঁধনহারা দূর আকাশে মেঘের সাথে,
যতই উড়ে যাও সুদূরে লাভ কী তাতে!
উড়ছ তুমি ওই মালিকের ইশারাতে
নাটাই সুতো আছে ধরা যার হাতে।


ইচ্ছে হলেই লাল নীল রঙের ঘুড়ি,
উড়ছে যত দূর আকাশের প্রান্ত জুড়ি;
দেবে টান নাটাই সুতোয় সময় হলে,
আসবে চলে খেলা ফেলে দলে দলে।


দুদিনের রঙের খেলায় ওহে মানুষ
হইয়ো না মাতাল তুমি, হইয়ো না বেহুঁশ,
পরপারে যেতে হবে অদৃশ্য সুতোর টানে
তুমি জানো, আমি জানি, সবাই জানে।


পারের কড়ি যোগাড় করি রেখেছ কজন
কাজ হবে না টাকা কড়ি, আত্মীয় স্বজন।
সবাই সেদিন যে যার মতো ব্যস্ত রবে,
তাই, পারের কড়ি যোগাড় করো থাকতে ভবে।