জীবনের এই পড়ন্তবেলায় আজও হিসেব কষি রোজ
তোমাকে পেলেই কি আমি সুখী হতাম;
হিসেব মেলে না।


অপরিপক্ক, আনাড়ি এক দুঃসময়ে
এই সমীকরণ জীবনের পৃষ্ঠা জুড়ে ভেসে উঠেছিল।
হিসেব মেলানোর সাধ্যি ছিল না, প্রিয়।
নিজেকে অনেক সান্ত্বনা দিয়ে
ভীতুর মতো পরীক্ষার হলে অনুপস্থিত থেকেছি।
নিশ্চিত ফেল, চেষ্টা ছাড়া কি আর পাশ করা যায়!


মেয়েরা না-কি খুব অল্প বয়সে পরিপক্ক হয়
দৈহিক ও মানসিকভাবে;
তাহলে তুমি নিশ্চয়ই হিসেব করেছিল!
অঙ্কের ফলাফল শূন্য হবে ভেবেই হয়তো তুমি
জীবনে দাঁড় করিয়েছিলে  অন্য এক সমীকরণ।
আর, আমি তোমায় পাবার বেদনায় যতটা না কষ্ট পাই
তারও অধিক হল পালানোর অনুশোচনায় ভুগি।
ময়দান থেকে পালিয়ে কি আর যুদ্ধ জয় করা যায়!


১৩.০৯.২০২২ খ্রি.
কুষ্টিয়া, বাংলাদেশ।