পৃথিবীর নিস্তব্ধতায় মনে পড়ে যায় জীবনের সাতকথা,
মাথাচাড়া দিয়ে ওঠে হৃদ মাঝারের সুপ্ত যত ব্যথা।
একাকিত্বের যন্ত্রনায় তোমার স্মৃতি আরও বেদনার,
সইতে পারছি না, বইতে পারছি না, সে স্মৃতির ভার।
বলি স্মৃতি - দূর হ আমার চোখের সামনে থেকে,
নেড়ি কুত্তার মতো করিস না ঘেউ ঘেউ পথ আগলে রেখে।
সোনামুখো মুক্তবেনি ওগো আমার জীবনের শুকতারা,
এ জীবনে নেই কিছু নেই, শুধুই তোমার স্মৃতি ছাড়া।


ভবিষ্যত সাজাবো বলে করেছিলাম কতই না পরিকল্পনা
একে ফেলেছিলাম কতশত স্বপ্ন সুখের কতই না আল্পনা।
বাস্তবতার বেত্রাঘাতে হয়ে গেছে সহস্র স্বপ্নের সৎকার
দিনের আলোর মতো হয়ে গেছে সবি ধবধবে পরিষ্কার।


শুধু প্রেম দিয়ে কি জীবন চলে? সুবচনি তুমি গেলে বলে
তাই, রুজিরোজগারহীন প্রেমিক পুরুষকে গেলে ফেলে।
বুঝলাম শেষে, সুপুরুষ সুপ্রেমিক চায় না নারী এ ধরায়
সুপ্রতিষ্ঠিত রোজগারী পুরুষ সব নারীই চায় সবসময়।
তাই, আমার প্রেমের মালা পদদলিত করে তুমি
বেছে নিলে টাকাওয়ালা বিরলকেশ বুড়ো হাবড়া স্বামী।
পৃথিবীকে সবসময় দেখেছি আমি রোদ চশমার দ্বারা
তাই, পরের গৃহের আলোকসজ্জা ভেবেছি রঙিন তাঁরা।
তোমার যত হিসেব-নিকেশ সুনিশ্চিত আগামীর জন্য
প্রেম ভালোবাসা হৃদয়ের আবেগ সবি তার কাছে পণ্য।


বহুকাল পরে কোনো অবসরে পেলাম তোমায় ভাবার ক্ষণ
সত্যি বলছি- এ সর্বহারা প্রেমিকের তুমিই আপনজন।
এ জীবনে না পেয়ে তোমায় পেয়েছি আরও আপন করে
পেলেই হয়তো তুমি হারিয়ে যেতে জীবনের তরে চিরতরে।
এসো স্মৃতি কাঁদি গলাগলি করে, কান্নায় আছে অনন্ত সুখ
পুরুষ বলে তাই লুকিয়ে কেঁদে জুড়ায় মনের সকল দুখ।