কাকে বলবে মনের শত দুঃখ কথা?
কাকে দেখাবে হৃদয়ের জমানো ব্যথা?
বলবে সবাই- তোমার আবার দুঃখ হলো!
দুঃখ-কষ্ট দেখবে যদি সঙ্গে চলো।


যে যার মতো শত শত দুঃখ সাজায়
প্রজা তো যেমন-তেমন বড়ো দুখী রাজা মশাই।
মানুষ যেন হয়ে গেছে দুঃখ বিলাসী
ওদের দুঃখ দেখে তো এখন আমিই হাসি।


সুখ হলো মনের ব্যাপার জানতে হবে
শত বিপদ-আপদে মনে প্রশান্তি আনতে হবে।
বাঁধা বিপত্তি ডিঙিয়ে তুমি এগিয়ে গেলে
দুঃখ তবে যাবে চলে তোমায় ফেলে।


হয়তো তুমি মনের মতো মন পেলে না
হয়তো তুমি প্রিয়ার থেকে ফোন পেলে না,
এসব নিয়ে এতো ব্যথিত হলে চলে
অনেকেরই "জান্টু সোনা" মাঝপথেই গেছে ফেলে।


অনেকেই হয়তো সোনার খাঁচায় বন্দি পাখি
চারিদিকে ঐশ্বর্যের সমাহার তবুও জলে ভেজে আঁখি।
পরাধীনতার শিকল পরে মনের সুখে যায় কি বাঁচা?
চারিদিকে অসীম আকাশ তার পৃথিবী ছোট্ট খাঁচা।


"সুখ নেই, সুখ পেলাম না" এ ভাবনা বাড়াবে দুখ্
সুখ হলো মনের ব্যাপার, নিজেকে সুখী ভাবলেই সুখ।
চলো তবে সুখ সাগরে দেই দুঃখের জলাঞ্জলি
মনকাননে ফুটাই চলো সুখ নামের কুসুমকলি।