তোমায় রাখব বেঁধে—
কবিতার ছন্দে নয়
জীবনের দ্বন্দে নয়
বিরিয়ানির গন্ধে নয়
প্রেমের ফান্দে নয়
ভালো আর মন্দে নয়
দেহ-কোষের রন্ধ্রে নয়
বিরোধী দলের বন্‌ধে নয়।


তোমায় রাখব বেঁধে—
গায়ে ছোটা ঘর্মে
কথা-কাজের মর্মে।
ভালোবাসার ছোট্ট ঘরে
খুব আদরে যত্ন করে
সাত রাজার ধন-রত্ন করে।


তোমায় রাখব বেঁধে—
হৃদয়ের রানি করে
মাস্তি আর ফানি করে
দুচোখের তারা করে
ছোট্ট হৃদয় ঘরে।
খুব বেশি আপন করে
জীবন-মরণের তরে।


২৬.১২.২০২০ খ্রি.
কুষ্টিয়া, বাংলাদেশ।