আমাদের কেউ নাই
কিছু নাই
সব শেষ
নাই কোন অবশেষ।


নাই বাকি ভালোবাসা
নাই বাঁধা
নাই টান
নাই মান অপমান


নাই দিন নাই রাত
নাই মেঘ
নাই চাঁদ
দিনে দিনে ভুলে গেছি
ছিল যত অপবাদ


ছিল কিছু শান্তি
কিছু ভ্রম-ভ্রান্তি
সব চাকা থেমে গেছে
জলস্রোতে ভেসে গেছে
ছন্দেরা হেরে গেছে
আর নেই ক্লান্তি


এইবার কবি হব
ডুবে যাব অজানায়
ডাকবেনা পিছে কেউ
ভাববেনা মিছে কেউ
সব ভুলে বেঁচে রব
দখিনের জানালায়


সব ভুলে বেঁচে রব
দখিনের জানালায়।