১৯৬৯ সালের ২৪ জানুয়ারি ময়মনসিংহে আইয়ুব বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত নাসিরাবাদ কলেজের ছাত্র 'শহীদ আলমগীর মনসুর মিন্টু'-র স্মৃতির উদ্দেশ্যে।


যখন তোমার রক্ত তোমার দেহের ভিতরে ছিলো
তখন তুমি শুধু তোমার ছিলে
আর ছিলে তোমার পরিবারের।
কিন্তু বুলেট যখন তোমার গায়ে বিদ্ধ হলো,
তোমার শরীর থেকে তোমার রক্ত বের হলো,
সেই রক্ত রাজপথে পরার আগেই
তুমি সবার হয়ে গেছ।
ত্রিশ কোটি বা তারও বেশি বাঙালির শিরা-উপশিরায়
তোমার রক্তের ধারা বহমান।
এই রক্তের স্রোত খরস্রোতা পদ্মার চেয়েও বেশি শক্তশালী।
এই রক্তের ধারা ব্রহ্মপুত্রের চেয়েও অধিক দীর্ঘ।
এই রক্তের গভীরতা মেঘনার গভীরতার চেয়ে অনেক বেশি।
এই ধারা সকল অসুরকে ডুবিয়ে মারতে পারে।
এই ধারা সকল কালো হাত ধ্বংস করতে জানে।
এই ধারা অনিঃশেষ।
তুমি নিশ্চিন্তে ঘুমাতে পারো, হে শহীদ।