মোরে তোরা বাঁধনছেঁড়া
পাখির মতন দে উড়িয়ে দে
আকাশে দে উড়িয়ে দে।
আমি পাখির মতন উড়ব সুখে
দেখবো সাগরপাড়ে আলোর খেলা যে।
বাঁধন কাঁদন সব ভুলিয়া,
উড়বো সুখে পথ ভুলিয়া
চলে যাবো সাগর ছেড়ে ওই যে বহুদূর।
আনবো আমি রঙিন হাসি, মধুর বাঁশির সুর।
যায় বেলা যায় কেটে মহাকালের তরিতে,
আসবে আবার ঘুরে কভু উনিশ শতকের ঘড়িতে।
বৃষ্টি ভেজা গায় রুদ্র রবি,
গান গেয়েছে তরুণ কবি,
সেই গানের সুরে পরাণ জুরে,
বাজছে তবলা।
হেঁটে যায় নুপুর পায়ে ধুলো মাখা চরণ গায়ে
ফুল কামিনী অবলা।
কি করে যে বলি আমি আমায়,
ভালোবাসি রঙিন ঘুড়ি তোমায়,
সেই যাতনায় মরছি ডুবে যুগের পরে যুগ।
দেখ না এই কপালে জ্বলে আছে অসুখ।
প্রেমের জলে ডুব দিয়ে ভাই,
ভালোবাসার সুখ খুঁজে যাই,
আমি সুখ খুঁজে না পাই।
বাঁধনছেঁড়া নীলাভ আকাশ
উড়িয়ে নিয়ে যায় মেঘের বাতাস।
কি করি আর ভাই,
গলায় দিয়ে ফুলের মালা গান যে লিখে যাই।