বলি মন
কথা শোন
যাসনে দূরে বন,
পাবি না কো কোন ধন
এসে যাবে কত জন,
বলি মন
কথা শোন।
এই ছেলে ভালো হও
প্রাণ খুলে কথা কও।
নাহি যাও দূরে দূরে
বাজা বাঁশি সুরে সুরে,
মেঘ রুপে উড়ে উড়ে
দাও সব ভেঙে চুরে।
মন মোর শোনে না
কোন কথা মানে না,
কোথা যাবে জানে না।
একা একা হেঁটে যায়
দেখা কারো নাহি পায়,
এই শীত ভরা কুয়াশায়।
চারিদিকে শুনশান ফাঁকাফাঁকা
পথটাও আঁকাবাঁকা,
গগনে জ্বলিয়াছে বুঝি হাসি রাকা।
কোথা যাবে সে এবারে,
কেটে যায় কত কাল
খুঁজে যায় তোমারে।
দেখা মেলে তার ঐ দূর আম বাগানে,
এবারও উড়ে যায় মেঘ মাখা গগনে।
তারি মাঝে নামে ঝরঝর বাদল,
নুপুর পরনো চরণে বাজে বাজ-মাদল।
ওই শিশু বেশে
      যীশু হেসে,
যায় চলে দূর বনে।
শান্ত-শান্তি নাহি পায় হিয়া-কোণে।
এলো দেখি কোন মহারাজ
শিরে আছে হিরা মণি তাজ।
ভেঙে দেবো আমি আজ!!
তবুও বলি মন
কথা শোন,
মুখে সদা হাসি রেখো
করো তুমি এই পণ।।