তোমার হাসিটা রোজ পেলে আমার দরকার ছিলনা
তেলের ড্রামে কোকেন
আমার চোখে তোমার কোমল চোখের দৃষ্টিটা পেলে
আমার দরকার ছিলনা তুলা ভর্তি বালিশ
এই শোন, ভুলে সব নালিশ, একবার তুই আমায় ভালবাসিস ।


আমার আধার ঘর নির্জন, কখনো একলা আকাশ
একশো পাওয়ারের হলুদ বাল্বটা একটা দীর্ঘশ্বাস ।
আজ সব শব্দ থেকে গেছে এখানে
তীব্র জ্যামে স্তব্ধ সব হর্ন
নদীর কলকলে ছুপছুপ ধ্বনি
কখনো শুকনো পাতার মরমরে শব্দ
শুধু তুমি আসবে বলে ।


কানে বাজে তোর আগমনি বার্তা
নূপুরের ঝিরিঝিরি বৃষ্টিতে
আমি বসে আছি একা
শহরের কোন এক সরু গলিতে
চলে এসো একবার ভালবাসার মায়াতে ।