মাঝরাতের এই বৃষ্টি আমার না থাকা বেদনার অশ্রু
একাকি এই ভেজা রাত তোমার নির্জনে কেটে যায়
আমার না থাকা স্মৃতিরা তোমার সাথী হয়
আর বৃষ্টি জানালায় তোমার সাথে টিপটিপ কথা কয় ।


এই বৃষ্টি বেদনা কখনো মন্দনা
এই প্রহর হিমেল হাওয়া তোমায় ছুয়ে করে পার্থনা
সময়ে অসময়ে তবু ঝড়ে যায় ফুল
জোনাকিরা এসময় ক্লান্ত হয় নিঝুম, ওরা নিশ্চুপ ।


মাঝরাতের চাঁদ বরফ ঢাকা হিমালয়
তোমার হৃদয়ে আমার টুকরো ছায়ার শেষ আশ্রয়
আগুন জ্বলা সূর্য পোহাবো তুমি আর আমি
শীতের রাতে চাদরে জড়ানো আমাদের প্রেম
পৃথিবীর নিরাপদ জান্নাত এই বুকে খুজে পাবে তুমি ।