আমার দিঘল কালো কেশ
আমার বক্ষদয় মায়াবী আঁখি
আমার শরীর একঝাঁক শকুন
ছুঁয়ে দিতে চায় ।


কেউ আমার অন্তর ছুঁয়ে-
দেখেনা বুঝতে ও চায়না
এই আমায়
পৃথিবীর শতকোটি চোখ ।


আমার দিঘল কালো কেশ,
মায়াবী আঁখি, বক্ষদয়
খুব নিবিড় করে দেখে |
হতভাগ্য হে মানব  ।


আমার হৃদয় কেউ দেখে না
বড়-ই আফসোস হায়রে মানুষ ।
মন দিলে- মন পাবি
দৃষ্টি দিলে- অভিশাপ
কেউ-কেউ লুকিয়ে  দেখে
কারও  চোখের আড়ালে ।


কেউ -কেউ দেখে দিশেহারা
শকুনের চোখ দিয়ে যে দৃষ্টি দিলো
আমার হৃদয় না বুঝে
তার মৃত্যু হোক অবিরত
সময়ে অসমায়ে ।