কত দিন তোমার কাছে -
একটু নিঃস্বার্থ ভালবাসা
ভিক্ষা চেয়েছি আমি ..!
তুমি তো তোমাকে নিয়ে-ই ব্যস্ত।


বিশ্বাস কর হে প্রিয়সী
কছম ’’কাবা ”
বিশ্বাসের কথা আমাকে বলনা
পুরুষের জাত ।
আমি বেশ ভালই চিনেছি -
বেশ তো …!
ক্ষমা কর আমায় ;
আমি তো কখনো
তোমার -
হাত ,ঠোঁট,কেশ
ছুঁয়ে দেখি নিই
আমাকে অপরাধী কর কেন ?


আমার বুকের পাজরে
একটু মাথা রেখ দেখো ।
বুকের মধ্যে তোমার নাম
কে যেন তসবীর মত জপে ,
আমাকে কি শুধু তুমি
ফেরায়ে দিবে সখা ।


কত দিন, মাস,বছর
তোমার প্রতিক্ষায় ।
আমাকে কি একটু নিঃস্বার্থ
ভালবাসা দিবে সখা বলো ।
কতকাল বকুল ফুলের
মালা গাঁথা হয় না, তাই
আজ সকালে স্বেচ্ছায়
পোদ্দার বাড়ির আঙিনা
থেকে কুড়িয়ে এনে ছিলাম ।


তুমি আবার ও আমায় –
ফেরায়ে দিলে সখা ;
বল কি অপরাধ আমায় ?
এত কিছুর পরে ও –
যখন আমায় বুঝলে না ।


আমি তোমার বন্ধু হতে চাই
শত্রু নয় !
তাই স্বেচ্ছায় পথ পরিবর্তন করে নিলাম ।
তুমি সুখী হও হে প্রিয়সী
তোমার সুখের আঙিনায় কাঁটা হবো না
যদি কোন দিন মনের ভুলে
আমায় মনে পরে !
নিবিড় করে ভালবাসতো তোমায়-
কেউ
সে দিন আমার নামে
দু’ফোটা অশ্রু বিসর্জন দিও ।


আমি তোমার পৃথিবীর স্মৃতি মাত্র ।
আমাকে ইচ্ছে করলেই
আর দেখতে পাবে না।
আমি পৃথিবী হতে অনেক অনেক দূরে চলে যাবো  
একটু নিঃস্বার্থ
ভালবাসা-ই তো তোমার কাছে চেয়ে ছিলাম ।
অন্য কিছু তো নয় ।


তোমাদের পৃথিবী থেকে
খালি হাতে বিদায় নিলাম
আমার সমাধি র পাশে এসো
বুক ভরা ভালবাসা দিবো ।


রচনা কাল :০২/০৪/২০০৫ ইং
ঢাকা ১২১২