তুমি আজ শাড়ির কুচির ভাঁজ ধরে আছো
শুধু আমাকে ধরে রাখতে পারনি-
হাতের রেশমি চুড়ির সঙ্গে বেঁধে নিয়েছ দাসত্ব !
ঈশ্বরের চেয়ে অধিক ,
আমাকে অবহেলা করেছিলে তুমি
আমি ঝরাপাতার মতো নুয়ে পড়ি তোমার চরণে
একদিন বুকে বরফ জমার মতো জমে ছিল ভালবাসা
ঘৃণার খাতায় জন্ম নিয়েছে ; পুরনো দিনের সুখের অসুখ


তুমি ঘর থেকে পর করে দিলেও  ঈশ্বর ভালবেসে
মাটির নিচে ঠাঁই দেবেন অনন্তকাল।