রোজ রাতে বধূ তুমি
ভিজে যাও বাড়ি
অনাগত অতিথি সে
আসবে তোমার বাড়ি ।


সুখ তুমি সরে যাও
ধনী গরীব ভেবে
আমায় তুমি দূরে সরাও
অভাগা বধূ  বলে …!


মন্দ মানুষ পথে ঘাটে
হাট বাজারে থাকে
আষাঢ় মাসের কুত্তার মত
পিছু পিছু হাঁটে ।


তুমি সখা চাও কী ?
আমার কিছু নাই ,
বুকের ভিতর পুড়া আগুন
পরে আছে শুধু ছাই ।