তোমাকে বিদায় দিতে বড় ভয় হয় প্রিয় !
তোমার বিদায়ক্ষণে
নিজেকে বড় অপরাধী মনে হয়,
তাই তোমার সম্মুখে দাঁড়াতে পারি নাই ।


তুমি হয়তো ভীত ,কাপুরুষ ভাবছো আমায় !
না হয় তার চেয়ে বড় বেশি স্বার্থপর;
সত্যি তোমাকে বুঝাতে পারব না ।
এ ছাড়া আমার কোন উপায় ছিলনা ।


টেলিভিশনের পর্দায় আমার ছবি
ধরিয়ে দিন ?  ‍পুলিশ আমাকে খুঁজছে ?
আমার পায়ে পায়ে বন্ধুকের নাল
পথে-পথে পুলিশের জল কামান ।


স্যাঁতসেঁতে অলি গুলি দিয়ে পালিয়ে এসেছি
সদ্য বিবাহিত রিতার শ্বশুর বাড়ির আঙিনায় ,
এখানে কেউ আমাকে চিনবে না  পুলিশ ছাড়া ।
শুধু রিতা আমাকে চিনবে !


তুমি মনে মনে আমায় নিয়ে ভেবে নিয়েছ
অনেক কিছু ...!
তোমার বিদায় আমি সইতে পারব না ।
তাই তোমার দৃষ্টি চুক্ষর আড়ালে
দু ফোঁটা অশ্রু বিসর্জন দিয়েছি ।


লাশ কাঁটা ঘরে আমাকে খুঁজে নিও প্রিয়,
নিষ্পাপ ভালবাসা থেকে ঘৃণা জন্ম নিতে পারে
ঘৃণা থেকে নিষ্পাপ ভালবাসা হয় না!

আজ জীবন পাখি দের মত
আর আমি পালাতক আসামী
সব সময় সবাই-কেই বিদায়
দেয়া যায় না প্রিয়তমা ।