বুকের ভেতর ঘুমিয়ে পড়লেই ঘুম সাপ হয়ে
নিজের শরীর পেঁচিয়ে নেয় স্বর্ণলতা
সহজ বাতাসের সুঘ্রাণ ছড়িয়ে পড়ে
হিজলতলী গ্রামের বাড়িতে


জুঁইফুল দরজার কপাট খুলে দাঁড়িয়ে থাকে
দাঁড়িয়ে থাকে জুঁইফুলের নরম বুক
পুরুষ প্রেমিক হলেই আসমানি বৃষ্টি
মেঘরঙের শাল চাদরে তোমারে জড়িয়ে রাখি


বুকের পাঁজর জুড়ে শূন্যতার বিরানভূমি
কচুরিপানা সবুজ হয়ে ওঠে মুসাফিরের অশ্রু জলে।
.