হে  পবিত্র কাবা...!
তোমাকে চুম্বন করবার পর,
আমার মনের সমস্ত পাপ ধুয়ে মুছে গেল
মুছে গেল,আমার নশ্বর দেহের পাপ ।


তোমাকে চুম্বন করবার পর
পৃথিবী দেখলাম পাপ মুক্ত;
আরবের ধূলি গুলো, আমার মাথায়  
তাজ হয়ে আছে।


এত সুখ,এত শান্তি
পৃথিবীর কোথাও পেলাম না
তোমার পবিত্র ভূমি তে যা, পেয়েছিলাম
আমি চাই- বার বার চাই ফিরে ।


তোমার ঐ পবিত্র ভূমি তে -
মুখরিত হচ্ছে লাব্বাহিকা আল্লাহুম্মা লাব্বাহিক ,
শত কোটি মানুষের- ঘামে কোন গন্ধ নেই  
শত কোটি মানুষের- কোন ভেদা ভেদ নেই ।


শত কোটি মানুষের দু হাত -
প্রার্থনায়  
শত কোটি মানুষের -দু চোখ অশ্রু সিক্ত
শত কোটি মমিন তোমায় ঢাকে রব ।


সূর্যাস্তের পরে মুজদালিফায় এসে-
ভোরে ফজরের নামা্‌জ মুজদালিফায় আদায় করে
আবার ছুটে চলেছি ...!
জামারাতে পাথর নিক্ষেপ করতে।


কুরবানি দিবার পর ;
মনে হল কি যেন পেলাম
সমস্ত পাপ ধুয়ে মুছে
বিদায় নিল নশ্বর আত্মা থেকে ।


আশে পাশে কোন শয়তান নেই
পাথর নিক্ষেপ করেই শেষ করেছি
মনের গহীনে
খোদা তোমার নাম যবি ।


হে খোদা দয়াময়
আমায় তুমি
আবার নিও
পবিত্র মদিনায় ।