একটি দুঃখের বৃক্ষ রোপণ করবো
পাথরের মতো আঘাত করলে শব্দ হবে না
মায়াবী-চোখের ভেতর সহজে ঢুকিয়ে দেবে নাঙলের ফলা
মাঠের বুকে ঢেলে দেবে রক্ত বাতাস
এখন মানুষ হতে নদী জলে ভাসি
মাছের সঙ্গে চরম বন্ধুত্ব গড়ে উঠেছে ইদানীং
কালমেঘের ডানায় ভর করে সোনালী সকাল জানান দেয়
কেউ একজন ওপারে অপেক্ষা করছে না যাওয়া পর্যন্ত ।