এমন ও তো হতে পার তো ...!
তুমি আর আমি একই শহুরে
একই ফ্ল্যাটে এপাশ ওপাশ
দীর্ঘ এক যুগ ।


নিদারুণ কষ্টের প্রভাত
মেঘ হয়ে উড়ে যায়
বুকের পাঁজর দিয়ে
প্রবাহিত,রক্ত কণিকা ।


আমার সুখের পায়রা গুলি
তোমার নিলাভ আকাশে
উন্মুক্ত, বিহঙ্গ নিশিদিন
আমি শুধু পথিক হয়ে,


ধূসর মরুভূমি পথে
দুজন মুখোমুখি..!
শুধু আমি আর তুমি
যোজন যোজন দূরে ।