তোমার বাড়ির উঠানে দু'টি ভাত শালিক
আমিও অতিথি তাদের মত
ক্ষণিক আছি মিছে মায়ায়,
এক যুগ জানালার কপাট বন্ধ।


গেরুয়া বিকেলবেলা প্রজাপতি হই
হই ডুবে যাওয়া তেজি সূর্য
বাতাসে তোমার শরীরের ঘ্রাণ
নাকের ডগায় দ্রুত গতিবেগে ছুটেছিল_
তবুও আমি তোমার হতে দূরে ।


নীল রঙের শেষ চিঠি তুমি পড়ে নিও
আমি দু’টি গোলাপ রেখে গেলাম ।