বৃষ্টি ভেজা মায়াবী কিশোরী শরীর
ছোঁয়া পাবার আশায় কাতর,
যৌবনের ঊরু ভেদ করে
স্বচ্ছ মেঘের মত যৌবন ভেসে বেড়াচ্ছে।
তোমার ললাটে চুম্বন এঁকে দেবো
চুষে নেব তোমার যৌবন সুধা
তোমার দু’বাহু প্যাচিয়ে
আমাকে জড়িয়ে ধর প্রিয়।

তোমার শরীর সুখের মোহে ভাসিয়ে দেয়
অলিক স্পর্শ পাবার আশায়
কত যে রজনী কেটেছে
দু’জন একত্রে হব ভেবে কাটিয়াছি দিবস রজনী
শেষ বিকেলে হাত ছানি দেয় যাদুর শরীর  
বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে সদ্য যৌবন প্রাপ্ত গোলাপ
তবুও মনে হয় মধুমিলনের বৃষ্টি
এ হৃদয়ে ঢেউ দিয়ে যায় এখনো ।