হলুদ শাড়ি আমার খুব পছন্দের
ঠিক তাই , বিয়ের আগে পেয়ে যাই
সেই কাঙ্ক্ষিত হলুদ শাড়ি
আমি পুলকিত হই ।


শাড়ির আঁচলে দুখ লুকানো
তোমার স্মৃতি ভুলে-
আমি নববধূ হই,
সেদিন হলুদ শাড়ি লাল পাড়
সরিষা ক্ষেতের আইল দিয়ে ছুঁটে চলছি-
নতুন সুখের ঠিকানায় ।


প্রজাপ্রতির ডানায় স্বপ্ন উড়াই
স্বপ্ন গুলো আমায় ছেড়ে দুরে
এখন আছি মেট্রোপলিটন দুখে
পাখি না পারে,উড়তে না ছুটতে


হলুদ শাড়ির আঁচল বেদনায় নীল
লাল পাড়ে হৃদয়ের রক্ত ক্ষরণের চিহ্ন
কাঙ্ক্ষিত শেষ নিদ্রার-
আলিঙ্গনের অপেক্ষায় আমি ।