কি বীভৎস ক্ষুধা …!
বুকের পাঁজর থেকে পরাজয় বেড় করে
আজ সকালে নাস্তা করলাম ।
এটা ছিলো আমার শেষ সম্বল,
পাশে র বাড়ির পুলিশ এর বউ
আজ কিছুই রান্না করে নিই ।
প্রতি দিন ঠিক ই অবৈধ নগদ কিছু
ঘরে র ভিতর লক্ষি সেজে ঢোকে ।
আমার তো চাউল চুলা কোন টাই নেই !  
আর তার সব কিছুই ছিল !
সকালে অমিত সাহার বাড়ির উঠা নে
পুজার জন্য যে শেফালী ফুল তুলা হচ্ছে ।
সেখানে মন্দির মাজার বেসামাল !
গভীর নিশিতে দারু একটু বেশি-ই
ঢেলে পরেছে বড়দা ।
পিছনের বাড়ির সদ্য বিবাহিত
বউ এসেছে এক চামচ নুন ধার নিতে !
নিশার চোখে সদ্য বিবাহিত বউ
কেন জানি মনে হয় সে আমার লাবনী
বেশ দূর থেকেই চেনা যায় … !
কেউ কেউ কাছে আসে
নিজের ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য ।
শুধু আমার ক্ষুধার কথা-ই
এ ধরনীর কারো মনে দাগ কাটে না ।
কিন্তু ঠিক ই সদ্য বিবাহিত
পা শের বাড়ির বউ আমার
মনের গহীনে দাগ কেটে গেছে ।