কত গুলো প্রেমের চিঠি
ফিরিয়ে দিয়েছি-
নিয়েছি দু’চোখে অশ্রু
অভিযোগ নেই আমার
স্বেচ্ছায় নেওয়া কিছু কষ্ট নিয়ে
কষ্ট বিলাসী হতে চেয়েছি আমি ।


তোমার নীল রঙের শাড়ী খানায়
বেশ মানা তো -
তোমার চুলের খোঁপায়
সাধ করে একদিন
ফুল গুঁজে দিতে চেয়েছিলাম ।


তুমি কি নখে এখন ও মেহেদি পড়ো
পায়ে আলতা …!
শিশির ভেজা আঁকা বাঁকা মেঠো পথ বেয়ে
সবার চোখ ফাঁকি দিয়ে-
আমায় দেখে যেতে এক পলক ।


তবুও তোমায় ফিরিয়ে দিয়েছি-
না বুঝে ভালবাসা
সুখের চেয়ে কষ্ট-ই পেলাম
তোমায় না নিয়ে সখা ।