জীবনের কঠিন এক ব্যস্তবতার মাঝে তোমাকে পেয়েছি –
অনৈক্য হোক সেটা আমি চাই না
অহং কেন্দ্রিক দ্বন্দ্ব তোমার আমার মাঝে
কখনো যেন না হয় অদিতি ।
ভালবাসার আবেশে সর্বক্ষণ-


দুজন দু’জনার মুখোমুখি !
কিছু অহমিকা তারা করে তোমায়
সে দ্বায়ভার আমায় দিতে চেয়ে ও না
ও গো প্রিয়, প্রাণের পড়শী ।


জীবনের ভাঙা তরীতে আমি যাত্রী
তোমার ভালবাসার আবেসে-
পার হয়ে যাই যদি নদী
শুধু ধূলো পরে ররে এ পারে ।


আমায় দাঁড় করো না আসামির-
কাঠ গড়ায় , নিরবে নিশিথে-
পাওনার ঝুলিতে
সে টুকুও বা কম কিসে ।


আমার ভালবাসার বিশুদ্ধতা
কখনো খুঁজতে এসো না
ল.সা.গু,হলে তোমার মান হবে শূন্য
গ.সা.গু, হলে আমার মান হবে এক


গণিতের খাতায় যত সহজে –
মান নির্ণয় করেছ
জীবনের পাতায়
এত সহজে মান নির্ণয়
হয় না অদিতি ।