দুঃখ পাড়ার শেষ স্টেশনে ছেলেটির বাড়ি
ছেলেটি রোজ সূর্য উঠার আগে ওঠে পড়ত
অথচ,
সূর্য ডুবে যাবার আগেই ছেলেটির ভাগ্য ডুবে গেল নদীর জলে।
পাটনি বাড়ির লিকলিকে কৃষ্ণবর্ণের ছেলেটি রোদে  পুড়ে যতোটুকু তামাটে হয়েছিল;
তার চেয়ে বেশি কালোমুখ ! দেখতে হতো রোজ
ছেলেটির মায়ের শাড়ির আঁচলে বাঁধা থাকতে চাঁদ
ছেলেটি চাঁদের বিনিময়ে লাঠি-লজেন্স চুষতো যৌবনে
জলের দাম  বেড়েছে, পণ্যের দাম দ্বিগুণ বেড়েছে
মানুষের দাম বাড়েনি, শুধুই মানুষের ।