বেদনার চাদর গায়ে দিয়ে ঝিনুকের বুকের ভেতর নির্ঘুম রাত জেগে থাকি
তোমার নামে প্রণয় তেলাওয়াত শুরু করি রোজ,
দুঃখ আঁধার কালো হয়ে নেমে আসে চোখে
সমুদ্রের জলে ভেসে উঠে মিনুকাব্য
একটি নক্ষত্রের বুকের ভেতর নীল পাথরের দাগ
দিলরুবার অলিক হাতে মুছে যায় ক্ষত!