একটি নারী বেঞ্চ খালি থাকে না বুঝি
চায়ের দোকানির সামনে দাঁড়িয়ে
মৃদুস্বরে বললাম,
ভাই একটা বেনসন দেন
দিয়াশলাই জ্বালাতে মেয়েটি পুড়ে শেষ হয়ে গেল।
কোন ঠোঁট, স্তন আমাকে মুগ্ধ করেনি।
যাকে তোমরা পাখির ডানার সঙ্গে-
উপমা হিসাবে প্রায়ই কাব্যিক কথা লিখে রাখো
একদিন এক কৃষক আমাকে মুগ্ধ করেছিল
তার নতুন গাজর বাগান দেখিয়ে
অবশ্য গাজরের হালুয়া আমার প্রিয় ।
নারীর ঠোঁটের ভাঁজে লুকানো অমৃতকে ম্লান করে দেয়
কৃষকের যৌবন জুড়ে স্বপ্নের বিস্তৃত ফসলের মাঠ।