মিনু সিরিজ১৯
অনেক অভিযোগ জমা রেখেছি, তোমাকে শুনিয়ে দেব একদিন।
এই শরতের বিকেল, কাশফুল
দক্ষিণা সমীরণ অপেক্ষার প্রহর
দ্বিগুণ ব্যথার নহর সব,সব তোমাকে ফিরিয়ে দেবো ।
আমাদের প্রথম দেখা,রেস্টুরেন্টের বিল।
কবিতার ডাইরি, তোমার চুলের জেল,ফুলের ডালি
অপেক্ষায় ছিলাম!
তুমি অন্তত একবার আমাকে কল করবে, বিশ্বাস করো
সেদিন রাতে একটুও ঘুমাতে পারিনি।
বিশ্বাস করেছিলাম;
অন্ততপক্ষে তুমি একটি কল দেবে
অথচ, কি এক চাপা অভিমানে তুমি দূরত্ব বজায় রেখে গেলে।
সময়ের সাথে আমি পরিবর্তন হতে লাগলাম।
কীভাবে ভুলে যেতে পারলে চোখে রাখা চোখ
মধুময় রাতের জোছনা বিলাসী অনুভব
আমি ভিনদেশি নামী রেস্তোরাঁর সামনে দাঁড়িয়ে
তোমার সেক্রেটারির ক্যাশ টেবিলে বিল পরিশোধের দৃশ্যে।
অথচ, সেদিন তুমি রানী
আমি অতিথি তবুও  করেছো অবহেলা।
তোমার কথা রেখে ছিলাম। তোমার কথা রাখতে গিয়েই প্রতিদিন নিকোটিনের অনলে জ্বালিয়ে নিশ্চিহ্ন করেছি আঘাত
এখন আমি নির্ঘাত পরাজিত প্রেমিক।


মিনু সিরজ১৮


"মিথ্যা বলা মহাপাপ!"
তবুও প্রেমিকাকে বলুন, গতকালের চেয়ে তোমাকে আজ বেশি সুন্দর লাগছে ।
চুমু দিতে না চাইলেও কপালে একটা চুমু দাও
নিজের জন্য মিথ্যা নয়,মিথ্যা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায়-
শুধু তার হাসির জন্য, আনন্দের জন্য।
একটি মিথ্যা বড়ই আনন্দের।
তার সমস্ত আনন্দ যেন আমার আনন্দ।
তাঁর সকল বেদনা, কষ্টের কারণ যেন আমি!


মিনুসিরিজ২০


মিনু, আজ হলুদ শাড়ি পরেছে
চোখ ভিজে উঠছে মিথ্যে আনন্দে
সংসার সুখের হয় রমণীর গুণে!
মিনু সহজসরল, মানবিক
এতগুণ মিনুর নেই।
তবুও মিনু হাসছে, ও জানে না আসলে সংসার কি
নিজেকে ভুলে থাকা সহজ অথচ, তাঁকে ভুলে যাওয়া কঠিন।