মস্ত বড় শহরে আমার মা নেই !
তালগাছের মতো দাঁড়িয়ে আছি একা
এতবড় আকাশ তবুও মনে হয়
মায়ের বুকের চেয়ে ছোট অনেক ছোট ।


একটা বৃক্ষ ও তার ডাল থেকে আলাদা থাকে
আমি ঠিক মৃত মানুষের মতো বড় একা
তবুও জীবনের মতো দুরন্ত ষাঁড়
ছুটে চলে ঘর পোড়া গরু মতো
মাঠে-ঘাঠে বনে বাঁশ ঝাড়ে ।


মস্ত বড় শহরে কাকের ডাক শুনি
ফুলের ঘ্রাণ নাকের ডগায় লাগে
মায়ের মমতা বুকে উষ্ণতা বাড়ায়
এত বড় আকাশ তবুও মায়ের বুকের চেয়ে ছোট ।