এই নিঃসঙ্গ  জ্যোৎস্না রাতে তুমি সঙ্গী
শিশির কণার মতো মিহি আবরণে
রাতের কষ্টের পাহারাদার হয়ে দূরে দাঁড়িয়ে থাকো
কাঁচা সোনা রঙের চাঁদ হয়ে
তোমাকে উষ্ণ আলিঙ্গনে মাতাল বাতাসে জড়িয়ে ধরি
বুকের সন্নিকটে নিয়ে আসে আবেগে মাতাল হাওয়া
ঠোঁট ছুঁয়ে দেই দূরে থেকে পাখির পালকের মতো  
তুমি আমার অলিখিত কবিতা