বুকটা ভীষণ শূন্য শূন্য লাগে
তোকে ছাড়া একাই আছি -
আছি বড় একা!
তুই ছাড়া কি বুকের কষ্ট
বুঝবে অন্য কেউ


বুকের পাঁজরে কষ্টের পাহাড়
বরফ জমে আছে
তোর ছোঁয়া পেলে উড়ে যাবে
বরফ গলা ঢেউ ।


বুকটা ভীষণ শূন্য শূন্য লাগে
তোকে ছেড়ে দূরে আছি-অচিন কোন গাঁয়ে
দেখতে আসিস, বৃষ্টি দুপুর!
কেমন করে বেঁচে আছি তোকে ছাড়া আমি।