কেউ কেউ দেহ-ের অর্হ হাঁকছেন
ডলার কিংবা পাউন্ডে
দুই শহর-ের মুখ ঝলসে গেছে
অভাব অনটনে।


ইচ্ছে কর-লেই ছুঁয়ে দিতে পারি
আমি তোমার শরীর…!
তার কাটার ঐ ঘেরা দেয়াল
এপার ওপার তুমি আর আমি ।


হাত বাড়া লেই ছুঁয়ে দিতে পারি
আমি তোমার কেশ,
ইচ্ছে কর-লেই মুছে দিতে পারি;
প্রখর রৌদ্র নাক-ের ডগায়
জমে থাকা কণা কণা ঘাম ।


আমি কাছে টান লেই-
নিজেকে পশ্চাতে নিবে তুমি
ফিরে চাও হে অবুঝ বালিকা
শুধু আমি আর তুমি –
এপার ওপার.. ।


ঢের অন্ধকার
দেখে চিনবার নেই উপায়;
তোমার শরীর-ের ঘ্রান অপার্থিব
তার পরেও –


কেউ কেউ দেহ-ের অর্হ হাঁকছেন
বিদেশী মুদ্রায় ..!
ইচ্ছে কর-লেই ছুঁয়ে দিতে পারি
আমি তোমার শরীর…!
তবুও দূরে আছি আমি ।