চিনি রঙের শাড়িতে বেণী চুলে দাঁড়িয়ে  থাকতো মিনু,
গায়ের রঙ দুধেআলতা
চোখ ছিল বড্ড মায়াবী,হাসলে টোল পড়ত,
হাসিতে ছিল মধুমায়া দূরে গিয়েও
পেছনে তাকিয়ে দেখতাম তার লাবণ্যময়ী মুখ।
সেই মুখ ভুলে থাকা যায় না
সেই মুখ আমাকে ঘুমাতে দেয় না আজো।