স্বপ্ন বাজ মানুষের মত আমিও ভীষন স্বপ্ন বিভোর
আমার ও স্বপ্ন আছে ডানা মিলে আকাশে উড়বার ।
ভীষন সাধজাগে পাখি হয়ে গগনে উড়তে -
স্বপ্ন বিভোর মানুষ হয়েও স্বপ্ন আমার ভীষন অপ্রিয় এখন।
বড় সাধ নিজেকে চিনবার নিজেকে জানবার ,
বারে বারে নিজেকে হারিয়ে ফেলেছি-
বারে বারে নিজেকে হারাই-সেচ্ছায়।
অনলে জ্বলতে আজ বড় সাধ
যদি তার শু্রুটা হত তোমার হস্ত দ্বারা।
স্বপ্ন বাজ মানুষের মত আমিও স্বপ্নে বিভোর
আমার স্বপ্ন আমার সাধ প্রতিনিয়ত ঝরে য়ায় -
আমার ভালবাসার  অকাল গর্ভপাতে ।
তোমার মনের ভিতর তার ভিতর যে কথা বাজে
সে কথা আমি জানি ক্ষণে  ক্ষণে -আমাকে  চাওনা ।
এই বক্ষদ্বয় তোমাকে কখনো হারাতে চায় না ।
যদি তুমি সেচ্ছায় হারিয়ে যাও-
তবে হারিয়ে যেও
কোন অভিযোগ আমার ছিলনা ঠিক আজও নেই ।