তোমার জড়া জীর্ন স্মৃতি গুলো
আজো আমার হদয়পটে উদ্ভাসিত
একদিন তোমার অভিসার ছিল নিলিপ্ত  
আজ তার কোন চিহ্ন পর্যন্ত নেই।
আমি কি তোমার অনুরুপ ছিলাম না ।
কত উপকথা না-আমাকে শুনাতে
আজ তুমি তোমার অভিষ্ট স্থানে ।
যেদিন আমার অভিসারের দেহশ্রিত হয়েছিল
সে দিন তুমি দুবোধ্য প্রশ্ন করেছিলে ।
সে দিন শুধু নিরবে প্রশ্ন গুলো শ্রবন করেছিলাম।
আজি তার প্রতি উত্তর তোমার সস্মুখে
নির্ভয়ে বলছি প্রিয়তমা
তুমি নিরেট স্বার্থ পর।
তোমার কুটিরে যখন আমি প্রথম বিচারণ  করি ।
তখনই অনুধাবন করতে পেরেছিলাম
তার পড়েও এই ভাবে কেটেগেল......
দিন মাস বছর প্রতিক্ষায়
আমার প্রবিত্র সত্বা দাহতে ভরপুর এখন।