প্রতি দিন কিছু ভয়
আমাকে খুরে খুরে খায় ।
আমাকে আগামীর পথ হতে
বিপথে নিয়ে যায় ,
হয় তো বনে
হয় তো নদীর তীরে,
না হয় কোন এক
রাস্তার ধারে।
বেয়ারিশ লাশ হয়ে পরে থাকব ।
কোন এক সাগর পারে
না হয়।
কোন এক রেললাইনের পাশে।
না হয় হয়তো কোন এক অগ্নিসংযোগ  
গাড়ীর ভিতর ...
না হয় শিয়াল কুকুর এর খাবার
হয়ে পরে থাকব ।
তোমাদের পরিচিত কোন এক রাস্তার ধারে ।
সমাধির পাশে কেউ হয়তো যাবে না,
কেউ হয়তো-ফুল দিবে না ।
কেউ অশ্রুসিক্ত নয়নে-চাইবেনা ।
কারো প্রতি কোন অভিযোগ
আমার নেই ।
কোন দিন ছিলও না
আর আজ ও নেই ।