আকাশের চাঁদ তারাদের-
সঙ্গে আমার আড়ি ।
কষ্টের সাথে ভালবাসা আমার
চাঁদের সাথে আড়ি ।


আমি ভেবেছি-
প্রতিক্ষার প্রহর কেটে যাবে
এ প্রতিক্ষার প্রহর না
যেতে ই-আগমন অন্য প্রতিক্ষার।

নিজের বুকের ভিতর হাত দিয়ে-
কলিজা ছিরে দেখব।
আর কতটুকু ব্যথা প্রয়োজন
আমার এ ভবসংসারে ।


কষ্টের সাথে নতুন করে-
বন্ধুত্ব করেছি-
যাতে কষ্ট না পাই ;
ব্যথা গুলো আমায় দূর থেকে ডাকে।


আকাশ নীল হলে-
আমি কষ্ট পাই,
আকশে চাঁদ দেখলে-
মনে হয় ছিঁড়ে ফেলি
অন্ধকার নামিয়ে দেই-
পৃথিবীতে…!


আমাকে আবার কাঁদালে
সাগর শুকিয়ে দিব
এরপর ও কী
আমাকে প্রতিক্ষা করতে হবে ?
প্রতিদিন কিছু কষ্ট বুকে নিয়ে ।


আমাকে দূরে নিয়ে যায়
প্রতিদিন
কোন না কোন কিছুর প্রতিক্ষায়
আমাকে থাকতে হয় বড্ড একাকী ।