তুমি শীতের সকালের শিশির বিন্দু
ঊষার আলোক ছায়ার এক রশ্মি
তুমি তটিনীর তলে হাজারো ঊর্মি
তুমি হাজারো স্রোতের অববাহিকা ।
তুমি জীবন দিশারী সঙ্গীতের সূর
শিল্পীর তুলিতে আঁকা ছবি ।
তুমি ক্যাম্পাস মুখরিত আলোক দেবী,
তুমি গোধূলি লগ্নে তারা হীন সঙ্গী
তুমি নীল আকাশের নীলিমা
তুমি রক্তিম সূর্যের আভাস ।
তুমি কাঁটা হীন পুষ্প
জল বিহীন শাপলা ,
তুমি হাজার ও নক্ষত্রের মাঝে
আমার সোনালি আকাশের একটুকরো চাঁদ ।
তুমি পাখি ডাকা ভোরের
ঘুম ভাঙানো শীতের সকাল,
তুমি পড়ন্ত বিকেলে ছুটে চলা
মধ্য বয়সী এক রমণী ।


রচনাকাল: ২০০১
চরদুলাই,পাবনা ।