আমি আবার আসিব ফিরে শঙ্খচিলের বেশে
আবার আসিব ফিরে ঝলসে যাওয়া বেণুয়ার চোখে ,
যদি আসি ফিরে মানব নয় দানব নয় -
শঙ্খচিল হয়ে ফিরে আসিব শান্ত নদীর তীরে ।


পরনিন্দার চোখে পাবে না খুঁজে কভু আমায়
পাবে না কভু খুঁজে কুটিলের নীড়ে,
আমাকে পাবে বিশ্বাসে- প্রেমে মানবতায়,
পাবে সত্য সুন্দরে ।


আমি আবার আসিব ফিরে শঙ্খচিলের বেশে
রক্তাক্ত বন্দরে প্রেমহীন মানুষের হৃদয়ের ঘরে
স্তিমিত বিবেকের লণ্ঠন নিয়ে লাশ পোড়া গৃহে
আমি আবার আসিব ফিরে শঙ্খচিলের বেশে ।


আমি আবার আসিব ফিরে শঙ্খচিলের বেশে
হেমন্তের সোনালী ধান, নীল আকাশ পদ্মপাতার জলে
আসিব ফিরে শুভ্র চাদরে অসহায় নীড়ে
দরদালানের ভিড়ে যেখানে জোছনা  গিয়েছে নিভে
আসিব আমি নব উষায় জীবনের কোলাহলে,


আবার আসিব আমি তোমার আঙ্গিনা জুড়ে
দেখিব তোমায় মায়াবতী আলোয় রাতের বাসরে
কালোকেশি বেণিতে দাঁড়িয়ে তুমি জানালা ধরে।


আমি আবার আসিব ফিরে শঙ্খচিলের বেশে
তোমার স্বপ্ন ভরা চোখের উঠোনে জুড়ে
জীবনের আলোড়নে সকাল সন্ধ্যা রাতে
আমি আবার আসিব ফিরে রাঙ্গা প্রভাতে শঙ্খচিলের বেশে ।