পাবনার পাষাণ মানুষ
পাষাণ আমার হিয়া
বুকের ভেতর খুঁজে পাবি
দুঃখ নামের খেয়া।


পাগল বলে ডাকতিস আমায়
ভালোবাসতাম বলে -
আমায় ছেড়ে সুখে আছিস
কোন অজানা এক গাঁয়ে ।


বুকের ভিতর কষ্টের নদী
উথাল-পাথাল ঢেউ
চোখের সামনে পর হয়ে গেলি
আজো বুঝে নি কেউ ।


সুখের জন্য পর করে দিলি
হলাম ছন্ন ছাড়া
আমার জন্য ভাবনি আমি
শুধু তোকে ছাড়া ।


এখন বুঝি সুখে আছিস –
নতুন কিছু পেয়ে
অতীত স্মৃতি ভুলে গিয়ে
নতুন গল্প নিয়ে ।