ধনীদের মেকি হাসির আন্ত:আড়ালে
চাঁদের গায়ে জলবসন্ত আজ--
স্বর্ণলতার কাফের হৃদয় জড়িয়ে ধরে আছে
রোদের চিকন শাড়ির পার
মিনতি কণ্ঠে জপে রংধনুর মন্ত্র ।
বণিকের বুক পীঠ সাপের মতন তেলতেলে নরম
সুঁই সুতোর মত আবেগী সম্পর্ক আজ নেই;
করপোরেট বর্ডারলেস টিভিতে নতুন শিরোনাম
মানুষের মাংসের দাম কমেনি,
শেয়ার বাজারের সূচক আগের মতই আছে ।
অথচ,
আজ দু'বছর বৈশ্বিক মন্দা চলছে
শেফালির স্বামী নিখোঁজ
ছেলেপেলে নিয়ে পারে না অভাবের সংসার
চেয়ারম্যান সাপ কয়,
'এত সুন্দর টসটসে শরীর, জোয়ান মাইয়া মানুষ কাজের অভাব? কাম কইরে খাও!
মাগির কাম নাই, আয়ছে ভাতার থাকতি সরকারি রিলিফ খাতি ।'
শেফালি সন্তান সম্ভাবনা
নিজে মরবে না পেটের টা মারবে?
কাজ করেই খেতে হয় শেফালি জানে
মায়া মানশির মাংসের দাম বাজারে সস্তা ।
শেয়ার বাজারের সূচক  যতই বাড়ুক না কেন?
এই দেশে মায়া মানশির দাম বাড়তে দেবে না।
হিংসার ঘুণপোকায় কাটছে প্রথম অপ্রকাশিত কবিতার পাণ্ডুলিপি
যার পৃষ্ঠা জুড়ে দুঃখ লিখে রাখতাম
জীবনানন্দ দাসের মতো বেদনার জীবন কবিতার অক্ষরের
পৃথিবীর সমস্ত কষ্ট ঢেকে দেওয়া যায় বেওয়ারিশ একটি হাসি দিয়ে ।