মায়াবী আঁখি জোগল ভ্রু, তিলোত্তমা চাহনি
সদ্য যৌবন প্রাপ্ত লাজুক ঠোঁট
তীর বেঁধা কোমরের ভাঁজে জেগে থাকে
শিশির জলে ম্লান করা ভোরের রজনীগন্ধা


আবেগি প্রেমের ঘাসফড়িং উড়ে আসমানে-
ফরেনসিক রিপোর্টে ভেসে উঠলো লিপস্টিকের লাল দাগ
কেউ কখনো প্রেমিক হতে আসেনি, এসেছিল পুরুষ হতে!
মায়াবী আঁখি গলানো হয়েছে শরাবের গ্লাসে।