যে তরমুজ গাছটির নীচে দাঁড়িয়ে থাকি
তার বীজ একদিন অবহেলায় ফেলে দিয়েছিলে ;
আজ তার স্বাদ গ্রহণ করছো ,
আশ্রয় গ্রহণ করছো তাঁর সুশীতল ছায়ায় ।
আমাকে ঘৃণা অথবা অবহেলা করো
একটি বৃক্ষের মতো
মানুষের শহরে আমাকে দেখা হয় অবহেলার চোখে
অথচ,
বৃক্ষের পাতা ছিঁড়ে তৈরি হয় নতুন স্বপ্ন ।