আর কোনোদিন পড়বে না তুমি আমার কবিতাখানি;
আর কোনোদিন নিবে না আমাকে তোমার বক্ষে টানি।
আমাকে ভুলাতে আর কোনোদিন করবে না কোনো ছল;
আমার দুচোখে অশ্রুর ধারা বয়ে যাবে অবিরল।


তোমার আকাশে পূর্ণিমা চাঁদ দিয়ে যাবে জানি আলো;
আমার ভুবনে ঘোর অমানিশা, নিকষ আঁধার কালো।
আমার চলার ছন্দ কখনো রাখবে না মনে গেঁথে;
দেখাবে না আর কোনো উচ্ছাস কখনো আমাকে পেতে।


দেখতে পাবে না কখন নীরবে শিউলি গিয়েছে ঝরে;
জানতে পাবে না কখন কোথায় প্রিয়জন গেছে মরে।


রচনাকাল: ঢাকা, ৬ অক্টোবর ২০১৯



রচনাকাল: ঢাকা, ৬ অক্টোবর ২০১৯