শুনেছো কি আকাশে উড়ে ডালপালা?
কথার অথবা কবিতার নাকি?
ভালোবাসাও ডালপালা মেলে গভীর ঘুমের মাঝে স্বপ্ন দেখার সময়;
অথবা অর্ধচেতন ঘুমহীন চোখের আকাশে।
গোলাপের কচি ডালও লজ্জায় রাঙা ফুলের ভারে নতজানু হয় অথবা
মাটির অন্ধ গহ্বরে ভালোবাসা আটকে রয়েছে, শুনেছো কস্মিনকালেও?


সবি আছে।
দৃশ্যমান চোখে নেই , ওই মনেরই দৃষ্টিতে।
কিছু হীরকের মতো দীপ্যমান, আলোকিত।
আর কিছু কাকের পালকগুচ্ছের রঙের অন্ধকারে।
বাস্তবে দেখা সব নাকি সত্যি নয়; চেতনার ঠিক নীচেই সব সত্যির আবাস!
প্রেম কোথা খুঁজি বলো?
তোমার দুচোখের বাঁকে?
নাকি চোখের পেছনে চামড়ার আড়ালে থাকা রেটিনায়, ছবির উৎসমুখে?
ঘুমের ঘোরেই তোমাকে ভালোবাসা ভালো হবে মনে হয়।
আজ আর দেখা হওয়ার নেই কোনোই প্রয়োজন।
রাত জেগে আধা ঘুমে আর আধা জাগরণে দুজনেই উষ্ণতা খুঁজি চলো।


রচনাকাল: ঢাকা, ১০ সেপ্টেম্বর ২০১৯


পাদটীকা : পরাবাস্তব বা সুররিয়ালিজম্ বিষয়ক ভাবনা থেকে।