দিনের আলোতে মিশে থাকো;
অশরীরী আত্মা হয়ে কথা বল কানে কানে।
সন্ধ্যায় আকাশে ভেসে উঠ পাদপ্রতীমে, সন্ধ্যাতারার মতো।
উম্মুখ হয়ে থাকি।
উম্মুখ হয়ে ডাকি।


মাঝরাতে তোমাকে পাই;
ঘরের অলিন্দে এসে ফিসফিসিয়ে বলে উঠ, 'এসেছি তো'।
আমি বাইরে এসে তোমার সমুখে দাঁড়াই;
ছুঁয়ে দিই তোমার ঠোঁট।
তোমার চুম্বনে চুম্বনে আমার হাতের আঙুল রক্তিম হয়ে উঠে।
রক্ত না রঙের ছোপ?
বুঝে উঠার আগেই আবার হারিয়ে যাও;
আগের মতোই।


রচনাকাল: ঢাকা, ২৬ ডিসেম্বর ২০১৯