অবশিষ্ট রাখিনি কিছুই;
আয়নায় শুধুই আমার প্রতিচ্ছবি।
বিবর্ণ মেঘযুক্ত আকাশের মতো;
সেই প্রতিচ্ছবি তোমার কথাই বলে।
সূর্যের দুপুর বেলার প্রদীপ্ত আলো;
সন্ধ্যায় ম্রিয়মান।
আমার তেজদীপ্ত যৌবন;
বড়ই ক্ষয়িষ্ণু আজ।
মনের অদৃশ্য আবেগ;
চোখের আয়নায়।
সেই আয়নায় চোখ রেখো;
আমার ভালোবাসা সেখানেই খুঁজে পাবে।


রচনাকাল: ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২২।